কুর'আন থেকে ৪০ টি দু'আ

#১

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

'Rabbana taqabbal minna innaka antas Sameeaul Aleem'

Our Lord! Accept (this service) from us: For Thou art the All-Hearing, the All-knowing [2:127]

পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ। (২: ১২৭)

কাউকে প্রশংসা করার মাসনুন জিকির ও প্রশংসিত হইলে মাসনুন জিকির

কাউকে প্রশংসা করার মাসনুন জিকির
কোন মানুষের পেছনে নিন্দা করা ও সামনে ঢালাওভাবে প্রশংসা করা উভয়ই অপরাধ। প্রশংসা করার ক্ষেত্রে কারো স্বভাব বা গুনের প্রশংসা করা যেতে পারে। তবে কারো ঢালাও প্রশংসা করতে নিষেধ করা হয়েছে।

কখন কি বলা সুন্নাত ?

১. ভালো কোন কিছু খাওয়া বা পান করার সময়, কোন কিছু লেখা বা পড়ার সময়, কোন কাজ শুরু করার সময় 'বিসমিল্লাহ' বলে শুরু করে। -(বুখারীঃ ৫৩৭৬)

২. ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোন শোভ সংবাদ শোনা হলে, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে- তার জবাবে 'আলহামদুলিল্লাহ' বলা। -(ইবনে মাজাহঃ ৩৮০৫)

নতুন কাপড় পরিধানের দো‘আ


الْحَمْدُ للَّهِ الَّذِي كَسَانِي هَذَا (الثَّوْبَ) وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّة

অর্থ: সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য; যিনি আমাকে এ (কাপড়)টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন।

টয়লেটে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া

●● টয়লেটে প্রবেশের সময় বলবে:

ﺍﻟﻠﻬﻢ ﺍﻧﻲ ﺍﻋﻮﺫﺑﻚ ﻣﻦ ﺍﻟﺨﺒﺚ والخباءث

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।

হাঁচির দো‘আ

তোমাদের কেউ হাঁচি দিলে বলবে,

الْحَمْدُ لِلَّهِ

অর্থ: সকল প্রশংসা আল্লাহ্‌র।

উচ্চারণ: আলহামদু লিল্লা-হি।

ঝড়-তুফানের দু'আ

«اللَّهُمَّ إِنِّي أَسْــــــأَلُكَ خَيْرَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا».

(আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওা আ‘ঊযু বিকা মিন শাররিহা)।

“হে আল্লাহ! আমি আপনার নিকট এর (ঝড় ও বাতাসের) কল্যাণটুকু চাই। আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।”[1]

অতিবৃষ্টি বন্ধের জন্য দো‘আ

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺣَﻮَﺍﻟَﻴْﻨَﺎ ﻭَﻻَ ﻋَﻠَﻴْﻨَﺎ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻋَﻠَﻰ ﺍﻵﻛَﺎﻡِ ﻭَﺍﻟﻈِّﺮَﺍﺏِ، ﻭَﺑُﻄُﻮﻥِ ﺍﻟْﺄَﻭْﺩِﻳَﺔِ، ﻭَﻣَﻨَﺎﺑِﺖِ ﺍﻟﺸَّﺠَﺮِ .

(আল্লা-হুম্মা হাওয়ালাইনা ওয়ালা ‘আলাইনা। আল্লা-হুম্মা আলাল-আ-কা-মি ওয়ায্যিরা-বি ওয়াবুতূনিল আওদিয়াতি ওয়ামানা-বিতিশ শাজারি)

“হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় (বর্ষণ করুন), আমাদের উপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে (বর্ষণ করুন)।”

- বুখারী ১/২২৪, নং ৯৩৩; মুসলিম ২/৬১৪, নং ৮৯৭

বৃষ্টি চাওয়ার কিছু দো‘আ

আবদুল্লাহ ইবনু যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মেঘের গর্জন শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং এই দো‘আ পড়তেন 

اللَّهُمَّ اسْقِنَا غَيْثاً مُغِيثاً مَرِيئاً مَرِيعاً، نَافِعاً غَيْرَ ضَارٍّ، عَاجِلاً غَيْرَ آجِلٍ

সম্পর্কিত পোষ্টসমূহ