স্বামীকে ভালোবাসুন :



★স্বামীকে ভালোবাসুন -
কারন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার হুকুম থাকতো সে হতো আপনার স্বামী।

★স্বামীকে ভালোবাসুন -
যখন সে ঘরে ফিরে আসে, এক টুকরো মিষ্টি হাসির মাধ্যমে। কারন সে আপনার হালাল রিজিকের চেষ্টায় সারাদিন খাটনি করে ক্লান্ত দেহে বাড়ী ফিরেছে।

বাংলা ইসলামিক ছবি (Bangla Islamic Image)


Al-Kasas 77
Al-Kasas 77

এক বালকের মাধ্যমে গোটা একটি জাতির জেগে উঠার গল্পঃ



শুধুমাত্র এক বালকের আত্মত্যগের বিনিময়ে জেগে উঠেছিল পুরো এক গোষ্ঠী। যারা হিদায়াতের যোগ্য মহান আল্লাহ তায়ালা তাদেরকে হিদায়াত দান করবেনই। আর যারা নিজেদের জন্য গোমরাহীকেই বেঁচে নিয়েছে, তারা কখনোই হিদায়াত লাভ করতে সক্ষম হবে না। পূর্ববর্তী যুগে শুধুমাত্র এক বালকের অলৌকিক ঘটনার মাধ্যমে বহু সংখ্যক মানুষ হিদায়াতের পথ অনুসরণ করেছিল। পক্ষান্তরে এ ধরনের অলৌকিক ঘটনা চাক্ষুস দেখার পরও অনেকে হিদায়াতের পথ অনুসরন করতে সক্ষম হয়নি। এ মর্মে রাসুল (সাঃ)-এর বিশুদ্ধ হাদীস রয়েছে। নিম্নে আমরা সেই হাদীসের ভাবানুবাদ উল্লেখ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ।

গোপন গুনাহ : অধঃপতন ও ধ্বংসের পথঃ


মানুষ যখন জেনেবুঝে ইচ্ছাকৃতভাবে গোপনে গুনাহ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নিতে থাকে। অন্তর যখন তাকওয়াশূন্য হয়ে যায়, তখন অন্তর পাথরের মতো শক্ত হতে থাকে। তখন আর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। মুনাজাতে চোখের পানি আসে না। এক পর্যায়ে তার কোনো আমলে আর মন বসে না। ইবাদত করতে ভালো লাগে না। কুরআন তিলাওয়াত আর আগের মতো মুধর মনে হয় না। ক্রমান্বয়ে সে ধ্বংস ও অধঃপতনের দিকে এগিয়ে যেতে থাকে। সে বাঁচতে চায়, কিন্তু বাঁচতে পারে না। অবস্থা তো কখনো এতটা ভয়ানক হয় যে, তার ইমান পর্যন্ত বিনষ্ট হয়ে যায় এবং ইমানহীন অবস্থায়ই তার মৃত্যু ঘটে।

আলাদিন সোশ্যাল নেটওয়ার্ক এ আমাদের অনুসরন করুন ।


aladdin social icon
Aladdin.Social Icon

আলাদিন সোশ্যাল নেটওয়ার্ক এ আমাদের পেইজের লিঙ্ক ঃ 

ঈমান ভঙ্গের দশটি কারন :


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়াতে মানুষের সবচেয়ে দামী
সম্পদ হল তার ঈমান। কেউ ঈমান বিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে তার সকল আমল বাতিল হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই আমাদের সবার জানা উচিৎ কোন কাজগুলোর দ্বারা মানুষের ঈমান চলে যায়। আসুন, সেই কারণগুলো সম্পর্কে জানার চেষ্টা করি-

সম্পর্কিত পোষ্টসমূহ