শুধুমাত্র এক বালকের আত্মত্যগের বিনিময়ে জেগে উঠেছিল পুরো এক গোষ্ঠী। যারা হিদায়াতের যোগ্য মহান আল্লাহ তায়ালা তাদেরকে হিদায়াত দান করবেনই। আর যারা নিজেদের জন্য গোমরাহীকেই বেঁচে নিয়েছে, তারা কখনোই হিদায়াত লাভ করতে সক্ষম হবে না। পূর্ববর্তী যুগে শুধুমাত্র এক বালকের অলৌকিক ঘটনার মাধ্যমে বহু সংখ্যক মানুষ হিদায়াতের পথ অনুসরণ করেছিল। পক্ষান্তরে এ ধরনের অলৌকিক ঘটনা চাক্ষুস দেখার পরও অনেকে হিদায়াতের পথ অনুসরন করতে সক্ষম হয়নি। এ মর্মে রাসুল (সাঃ)-এর বিশুদ্ধ হাদীস রয়েছে। নিম্নে আমরা সেই হাদীসের ভাবানুবাদ উল্লেখ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ।