বিবাহের পর নবদম্পতির জন্য দো‘আ

بَارَكَ اللهُ لَكُمَا وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ-

উচ্চারণ: বা-রাকাল্লা-হু লাকুমা ওয়া বা-রাকা ‘আলাইকুমা ওয়া জামা‘আ বাইনাকুমা ফী খাইরিন।

কেউ দু'আ চাইলে যে দু'আ করবেন

রাসূলুল্লাহ (ছাঃ)-এর খাদেম আনাস-এর জন্য তার মা উম্মে সুলায়েম দো‘আ চাইলে তিনি তার জন্য দো‘আ করেন,

اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

উচ্চারণ: আল্লা-হুম্মা আকছির মা-লাহু ওয়া ওয়ালাদাহু, ওয়া বা-রিক লাহু ফীমা আ‘ত্বায়তাহু’

রোগী দেখতে গিয়ে দোয়া

●● রোগী দেখার সময় পড়তে হবেঃ

ﺍﺫﻫﺐ ﺍﻟﺒﺎﺱ ﺭﺏ ﺍﻟﻨﺎﺱ ﺍﺷﻒ ﺍﻧﺖ ﺍﻟﺸﺎﻓﻲ ﻟﺎﺷﻔﺎﺀ ﺍﻟﺎ ﺷﻔﺎﺋﻚ ﺷﻔﺎﺀ ﻟﺎﻳﻐﺎﺩﺭ ﺳﻘﻤﺎ

উচ্চারণঃ আজহিবিল বা-স্ রাব্বানা-সি ইশফি, আনতাশশা-ফি লা-শিফা-আ ইল্লা শিফা-আন লা ইয়ুগা-দিরু সুকমান ।

কবর যিয়ারতের দো‘আ

কবর যিয়ারতের দো‘আ:


السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ، (وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقدِمِينَ مِنَّا وَالْمُسْتأْخِرِينَ) أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

মৃতকে দাফন করার পর দো‘আ

মানুষের জন্য তিনটি কাজ তাড়াতাড়ি করা আবশ্যক। মৃতব্যক্তির দাফন-কাফন এ তিনটির একটি। যদি কোনো মানুষ মারা যায়, বিলম্ব না করে যত দ্রুত সম্ভব দাফন-কাফন করা জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দাফনের পর মৃতব্যক্তির জন্য দোয়া করা আবশ্যক।

শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে

আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন, সেখানে আপনার হাত রেখে তিনবার বলুন,

بِسْمِ اللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহ
আল্লাহর নামে।

আর সাতবার বলুন,

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আ‘ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু।
এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্‌র এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।

[মুসলিম ৪/১৭২৮, নং ২২০২]

অসুস্থ অবস্থায় দোয়া

●● আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া বলতে শুনেছি, যখন তিনি (তাঁর মৃত্যুর পূর্বমুহূর্তে) আমার উপর ঠেস লাগিয়ে ছিলেন,

"আল্লা-হুম্মাগফিরলী অরহামনী ওয়াআলহিক্বনী বির্'রফিক্বীল আলা।"

« اَللهم اغْفِرْ لِي وارْحَمْنِي، وأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى ». متفقٌ عَلَيْهِ

বাংলা অনুবাদঃ হে আল্লাহ ! আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর এবং আমাকে মহান সাথীর সাথে মিলিত কর।

- [বুখারি ৪৪৫১, মুসলিম ২১৯২, তিরমিযি ৩৪৯৬, ইবন মাজাহ ১৬২০, আহমদ ২৩৬৯৬, ২৩৯৩৩, ২৪৩৭০, মুওয়াত্তা মালিক ৫৬২]

মজলিস শেষে দু'আ

আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, ‘‘যে ব্যক্তি এমন কোন মজলিসে বসে, যাতে তার শোর-গোল বেশী হয়ে থাকে, তবে ঐ মজলিস থেকে উঠার পূর্বে যদি সে (নিম্নের দু‘আ) বলে তবে উক্ত মজলিসে তার স্বকৃত গোনাহসমূহকে মার্জনা করা হয়। (দু‘আটি নিম্নেররূপ)ঃ

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَّ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

‘সুবহা-নাকাল্লা-হুম্মা অবিহামদিকা আশহাদু আল লা ইলা-হা ইল্লা আন্তা আস্তাগফিরুকা অআতূবু ইলাইক্।’

ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আ

সাইয়িদুল ইস্তিগফার (সাইয়েদুল ইস্তেগফার) বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আ :

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।

সম্পর্কিত পোষ্টসমূহ