বিষয়ভিত্তিক কুরআনের আয়াত: জ্ঞান (ইলম)



বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহ্ সুবহানওয়া তা'আলা বলেন:

১.
"এই সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য ।" -[সূরা বাকারাহ্, আয়াত: ২]

২.
“পড় তোমার প্রভুর নামে যিনি সৃ্ষ্টি করেছেন মানুষকে। মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত পিন্ড থেকে। পড়, তোমার প্রতিপালক বড়ই দয়ালু। যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন। মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানত না।” -[সূরা আলাক্ব, আয়াত: ১-৫]

গোসল করার নিয়ম



পবিত্রতা অর্জনের শ্রেষ্ঠ ও চুড়ান্ত উপায় হলো গোসল করা। তবে এই গোসলেরও রয়েছে কিছু সহজ নিয়মকানুন:

নাপাকীর গোসল করতে হলে গোসলের নিয়ত করে মুসলিম প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত ৩ বার ধুবে। অতঃপর বাম হাতের উপর পানি ঢেলে দেহের নাপাকী ধুয়ে ফেলবে । তারপর বাম হাতকে মাটি অথবা সাবান দ্বারা ধুয়ে নামাজের জন্য ওযু করার মতো পূর্ণ ওযু করবে। ওযুর পর ৩ বার মাথায় পানি ঢেলে ভালো করে চুলগুলো ধুবে, যাতে সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। তারপর সারা দেহে ৩ বার পানি ঢেলে ভালোরূপে ধুয়ে নেবে। অবশ্য গোসলের জায়গা পরিষ্কার না হলে পা দুটি গোসল শেষে ধুয়ে নেবে। (বুখারী, মুসলিম)

উযুর বিস্তারিত বর্ণনা




আসসালামু আলাইকুম। ইসলামে আত্মিক ও শারীরিক পবিত্রতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের বর্ণনায় এসেছে যে, পবিত্রতা হল ঈমানের অর্ধেক অংশ। আর পবিত্রতা অর্জনের একটা বড় মাধ্যম হল উযূ। তাই আসুন, অযূ সম্পর্কে জানা-অজানা বিষয়গুলো কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানার চেষ্টা করি যেন আমরা এর দ্বারা উপকৃত হতে পারি ইনশাআল্লাহ।

ওযু নষ্ট হওয়ার কারণসমূহ



পবিত্রতা অর্জনে প্রত্যেক মুসলিমের জন্য ওযু জরুরী। তাই এই ওযু নষ্ট হওয়ার কারণসমূহ আমাদের জেনে রাখা প্রয়োজন। নিম্নে ওযু নষ্ট হওয়ার কারণসমূহ উল্লেখ করা হল:

১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে কিছু (পেশাব, পায়খানা, বীর্য, মযী, হাওয়া, রক্ত, কৃমি, পাথর প্রভৃতি) বের হলে ওযু ভেঙ্গে যায়। তদনুরূপ দেহের অন্যান্য অঙ্গ থেকে (যেমন অপারেশন করে পেট থেকে পাইপের মাধ্যম) অপবিত্র (বিশেষ করে পেশাব-পায়খানা) বের হলেও ওযু নষ্ট হয়ে যাবে।

সম্পর্কিত পোষ্টসমূহ