বাড়ি থেকে বের হওয়ার দু'আ

১/

ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺗﻮﻛﻠﺖ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﻟﺎ ﺣﻮﻝ ﻭﻟﺎ ﻗﻮﺕ ﺍﻟﺎ ﺑﺎﻟﻠﻪ.

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়ককালতু 'আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লা-বিল্লাহ ।

গৃহে প্রবেশকালে দু'আ




ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﻭﻟﺠﻨﺎ, ﻭﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺧﺮﺟﻨﺎ, ﻭﻋﻠﻰ ﺭﺑﻨﺎ ﺗﻮﻛﻠﻨﺎ.
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিসমিল্লাহি খারাজনা, ওয়া 'আলা রাব্বিনা তাওয়াককালনা
অর্থ: আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই এবং আমাদের প্রভু আল্লাহর উপরই আমরা ভরসা করি । -(আবু দাউদ: ৪/৩২৫)

স্ত্রী ও সন্তানের জন্য দু'আ

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

Rabbana Hablana min azwaajina wadhurriy-yatina, qurrata 'ayioni wa-jalna lil-muttaqeena Imaama.

রাব্বানা হাবলানা মিন আযওয়াযিনা ওয়া জুররি-ইয়াতিনা, কুররাতা আ'ইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকীনা ইমান।

O my Lord! Grant unto us wives and offspring who will be the comfort of our eyes, and give us (the grace) to lead the righteous [25:74]

হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। (২৫: ৭৪)

কল্যাণ কামনার নামায ও দো‘আ

জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক কাজেই ইসতিখারা (তথা কল্যাণ কামনার নামায ও দো‘আ) শিক্ষা দিতেন, যেরূপ আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন।

সম্পর্কিত পোষ্টসমূহ