মৃতকে দাফন করার পর দো‘আ

মানুষের জন্য তিনটি কাজ তাড়াতাড়ি করা আবশ্যক। মৃতব্যক্তির দাফন-কাফন এ তিনটির একটি। যদি কোনো মানুষ মারা যায়, বিলম্ব না করে যত দ্রুত সম্ভব দাফন-কাফন করা জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দাফনের পর মৃতব্যক্তির জন্য দোয়া করা আবশ্যক।


হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মৃতব্যক্তিকে দাফন করে অবসর হতেন তখন বলতেন, তোমরা তোমাদের (মৃত) ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর; তোমরা তার জন্য কবরে স্থায়িত্ব চাও (সে যেন ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারে) এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। (আবু দাউদ, মিশকাত)

اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ثَبِّتْهُ


অর্থ: হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ্‌ আপনি তাকে (প্রশ্নোত্তরের সময়) স্থির রাখুন।

উচ্চারণ: আল্লা-হুম্মাগফির লাহু, আল্লা-হুম্মা সাববিতহু।

-[আবু দাউদ ৩/৩১৫, নং ৩২২৩; হাকেম এবং তিনি একে সহীহ বলেছেন, আর যাহাবী সমর্থন করেছেন, ১/৩৭০]

No comments:

Post a Comment

সম্পর্কিত পোষ্টসমূহ